অকার্যচিন্তা
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+য্+অ+চ্+ই+ন্+ত্+আ
উচ্চারণ: [.কার্‌জ্‌.জো.চিন্‌.তা] [ɔ.karɟ.ɟo.cin.a]
শব্দ-উৎস: সংস্কৃত कार्य्यचिन्ता (অকার্য্যচিন্তা)>বাংলা অকার্যচিন্তা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

অর্থ:

১: অকার্য (কাজের বিচারে যা মন্দ কাজ বা অকাজ)-এর চিন্তা।

সমার্থক শব্দবলি: কুকার্যের চিন্তা, অসৎ কাজের চিন্তা।


২. যা করা সম্ভব নয় এমন কাজের চিন্তা।
সমার্থক শব্দবলি: অসম্ভব চিন্তা, অবাস্তব চিন্তা