অকার্যকরী
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+র্+য্+অ+ক্+অ+র্+ঈ
উচ্চারণ: [.কার্‌জ্‌.জো.কো.রি] [ɔ.karɟ.ɟo.ko.ri]
শব্দ-উৎস: সংস্কৃত कार्य्यरी (অকার্য্যরী)>বাংলা অকার্যকরী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}

অর্থ

১. অকাজ বা অপকর্ম করে এমন নারী
সমার্থক শব্দাবলি: অকার্যকরী, অকার্যকারিকা, অকার্যকারিণী, কুৎসিত কর্মকারিণী, দুষ্কর্মকারিণী।


২: যে যথাযথ কাজ করে না বা কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করে না এমন নারী

সমার্থক শব্দাবলি: অকর্মণ্যা, অকর্মনির্বাহিকা, অকার্যকরী, অকার্যকারিকা,  অকৃতকারিণী
 

৩. যার কোনো কাজ নেই বলে, কাজ করে না এমন নারী।
সমার্থক শব্দাবলি: অকার্যকারিকা, কর্মশূন্যা, কর্মহীনা।

বিপরীতার্থক শব্দ: