অকাতরে
বানান বিশ্লেষণ: অ+ক্+আ+ত্+অ+র্+
উচ্চারণ: [.কা.তো.রে] [ɔ.ka.o.re]
শব্দ-উৎস: সংস্কৃত कातर (অকাতর)>বাংলা অকাতর>অকাতরে।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়াবিশেষণ}
অর্থ:

১. অকিে, অকুণ্ঠিতভাব, অকৃপণভাবে, দরাজহস্তে, দরাজহাতে, মুক্তহস্তে। (অকাতরে দান)।
২.
অক্লেশে, অনায়াসে, অবলীলায়, অবলীলাক্রমে, সহজে, স্বচ্ছন্দে, হেলায়।   (অকাতরে কাজ করে)।
৩. অব্যাকুলচিত্তে, প্রগাঢ়রূপে, নিশ্চিন্তে, আরামে (অকাতরে ঘুম)

৪. অবিষাদে, সন্তুষ্টচিত্তে, সানন্দে।