অকবি
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ব্+ই
উচ্চারণ: [.কো.বি] [ɔ.ko.bi]
শব্দ-উৎস: অ- সংস্কৃত वि (কবি)>বাংলা অকবি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
   
ঊর্ধ্বক্রমবাচকতা {| লেখক | যোগাযোগকারী | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
হীন কাব্যকার, কবি নামের অযোগ্য।
উদাহরণ: কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি/আমার কৈফিয়ত। সর্বহারা। কাজী নজরুল ইসলাম।