অকল্মষা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ল্+ম্+অ+ষ্+আ
উচ্চারণ:
[অ.কল্‌.মো.শা] [ɔ.kɔl.mo.ʃa]
শব্দ-উৎস: সংস্কৃত ल्मषा (কল্মষা)>বাংলা অকল্মষা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: যার পাপ নাই (স্ত্রীলিঙ্গার্থে)।
সমার্থক শব্দাবলি: অকল্কা, অকল্মষা, নিষ্পাপা।
বিপরীতার্থক শব্দ:

ইংরেজি: free from sin, sinless; virtuous, pure, holy (female)