অকল্পিত
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ল্+প্+ই+ত্+অ
উচ্চারণ:
[অ.কোল্‌.পি.তো] [ɔ.kol.pi.o]
শব্দ-উৎস: সংস্কৃত
ल्पित (অকল্পিত)>বাংলা অকল্পি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যা কল্পনাকৃত নয়।

সমার্থক শব্দাবলি: অকৃত্রিম, প্রকৃত, বাস্তবিক, যথার্থ
বিপরীতার্থক শব্দ: