অকল্পনীয়

বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ল্+প্+অ+ন্+ঈ+য়্+অ
উচ্চারণ:
[অ.কল্‌.পো.নি.ও] [ɔ.kɔl.po.nio]
শব্দ-উৎস: সংস্কৃত
कल्पनीय কল্পনীয়>বাংলা অকল্পনীয়।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:  যা কল্পনা করা যায় না বা যা কল্পনার অতীত

সমার্থক শব্দাবলি: অচিন্তনীয়, অভাবনীয়।
বিপরীতার্থক শব্দ:
কল্পনীয় (ভাবর্থে)