অকম্পিত
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ম্+প্+ই+ত্+অ
উচ্চারণ: [.কোম্‌.পি.তো] [ɔ.kom.pi.o]
শব্দ-উৎস: সংস্কৃত
कम्पि (অকম্পিত)>বাংলা অকম্পিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ:

১. যা কম্পিত নয়
সমার্থক শব্দাবলি:
অকম্প, অকম্পন, অকম্পিত, অকম্প্র, কম্পনরহিত, কম্পনহীন, কম্পনশূন্য, নিষ্কম্প্র ।
উদাহরণ: অকম্পিত তন্ত্র।


২. যা বিক্ষুব্ধ নয় এমন।
সমার্থক শব্দাবলি: অকম্পিত, অক্ষুব্ধ
উদাহরণ : অকম্পিত মন।

৩. টলমান নয় এমন।
সমার্থক শব্দ: অকম্পিত,  অটল।
উদাহরণ: অকম্পিত চিত্ত।

৪. অকম্পন দশায় স্থির অবস্থায় আছে এমন।
সমার্থক শব্দাবলি: অকম্পিত, স্থির [সমার্থক শব্দাবলি দেখুন : স্থির]
উদাহরণ : অকম্পিত পুকুর।

১.৪. যা স্পন্দিত হয় নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকম্পিত, অস্পন্দ, অস্পন্দিত।
বিপরীতার্থক শব্দ:
অকম্পিতা [স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি: a not trembling or trembled, not tremulous; undaunted; unmoved, unshaken, unperturbed; steady
 

পদ: বিশেষ্য
২.১ বৌদ্ধ ধর্মাবলম্বীদের গণপতি বিশেষ।

২.২. নাট্যশাস্ত্রে উপদেশ বা অনুসন্ধান স্থলে মাথার ধীর গতি সঞ্চালন।