অকর্মকর্তা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ম্+অ+ক+অ+র্+ত্+আ
উচ্চারণ: [অ.কর্‌ম্‌.কর্‌ত্.তা] [ɔ.kɔrm.mo.kɔr.a]
শব্দ-উৎস: সংস্কৃত र्म्मकर्त्ता (অকর্ম্মতা)>বাংলা অকর্মর্তা।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ: যে কর্তা মন্দকর্ম সম্পাদন করে ।

সমার্থক শব্দাবলি: অকর্মনির্বাহক, অকার্যকরী, অকার্যকারক, অসৎক্রিয়ায়াকারক, মন্দকর্মকর্তা, দুরাচার।