অকর্মনির্বাহক
বানান
বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ম্+অ+ন্+ই+র্+ব্+আ+হ্+অ+ক্+অ
উচ্চারণ:
[অ.কর্ম্.মো.নির্ব্.বা.হোক্]
[ɔ.kɔrm.mo.nirb.ba.ɦok]
শব্দ-উৎস:
সংস্কৃত
अकर्म्मनिर्ब्बाहक (অকর্ম্মনির্ব্বাহক)>বাংলা
অকর্মনির্বাহক।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ-কর্ম {√কৃ (করা) +মন্ (মনিন্), কর্মবাচ্য}+নির্বাহক {নির্-√বহ্ (বহন করা) + অক (ণ্বুল), কর্তৃবাচ্য}
অ (নঞ্) কর্মনির্বাহক/নঞ্ তৎপুরুষ সমাস
অর্থ: যে যথাযথ কাজ করে না বা কোনো কাজ সুচারুরূপে সম্পন্ন করে না।
সমার্থক শব্দাবলি: অকর্মকর্তা, অকার্যকরী, অকার্যকারক, অকর্মনির্বাহক, অকৃতকারী
বিপরীত শব্দ:
অকর্মনির্বাহিকা [স্ত্রীলিঙ্গার্থে]
কর্মনির্বাহিকা [ভাবার্থে]