অকর্মণ্যতা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ম্+অ+ণ্+য্+অ+ত্+আ
উচ্চারণ: [অ.কর্‌ম্‌.মোন্‌.নো.তা] [ɔ.kɔrm.mon.no.a]
শব্দ-উৎস: সংস্কৃত र्म्मण्यता (অকর্ম্মণ্যতা)>বাংলা অকর্মণ্যতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {
| অক্ষমতা | বৈশিষ্ট্য-গুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: কোনো কাজ করার উপযুক্ত শারীরীক বা বুদ্ধিগত ক্ষমতার অভাব বা এই কারণে সৃষ্ট নিষ্ক্রিয়তা।
ইংরেজি: incompetence