অকরণীয়া
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+অ+ণ্+ঈ+য়্+
উচ্চারণ: [অ.ক.রো.নি.] [ɔ.kɔ.ro.ni.a]
শব্দ-উৎস: সংস্কৃত करणीया (অকরণীয়া)>বাংলা অকরণীয়া
 

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ

১. যা করার অযোগ্যা এমন।
সমার্থক শব্দাবলি: অকরণীয়া, অকর্তব্যা, অনাচারণীয়া, অনুচিতা, অশাস্ত্রীয়া।

২. বিবাহাদি সম্বন্ধের অযোগ্যা।
বিপরীতার্থক শব্দ: অকরণীয়[পুংলিঙ্গার্থে]
ইংরেজি:
which should not be done [female]