অকরোটি
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ও+ট্+ই
উচ্চারণ: [অ.ক.রো.টি] [ɔ.kɔ.ro.ʈi]
শব্দ-উৎস: সংস্কৃত रोटि (অরোটি)>বাংলা অকরোটি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: যে সকল প্রাণীর মাথায় করোটি নামক খুলি নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকরোটি, করোটিহীন।