অকর্তৃত্ব
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ত্+ঋ+ত্+ব্+অ
উচ্চারণ: [অ.কোর্‌ত্‌.তৃত্‌.তো] [ɔ.kor.ri.t̪o]
শব্দ-উৎস: সংস্কৃত र्त्तृत्व  (অকর্ত্তৃত্ব)>বাংলা অকর্তৃত্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: কর্তৃত্ব বা প্রভুত্ব নাই।
সমার্থক শব্দাবলি: অকর্তৃত্ব, অপ্রভুত্ব।

বিপরীতার্থক শব্দ: কর্তৃত্ব।
ইংরেজি:
lack of ruling or controlling power; lack of authority.