অকর্তব্য

বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ত্+অ+ব্+য্+অ
উচ্চারণ: [অ.কর্‌ত্‌.তোব্‌.বো] [ɔ.kɔr.ob.bo]
শব্দ-উৎস: সংস্কৃত र्त्तव्य  (অকর্ত্তব্য)>বাংলা অকর্তব্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যা করা উচিৎ নয় এমন।
সমার্থক শব্দাবলি: অকরণীয়, অকর্তব্য, অনাচরণীয়, অনুচিত, অশাস্ত্রীয়।
বিপরীতার্থক শব্দ: কর্তব্য [ভাবার্থে]
                          অকর্তব্যা [স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি:
that which should not be done; improper