অকর্ত্রী
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+র্+ত্+র্+ঈ
উচ্চারণ: [অ.কর্‌ত্‌.তা] [ɔ.kɔr.ri]
শব্দ-উৎস: সংস্কৃত र्त्री  (অকর্ত্রী)>বাংলা অকর্ত্রী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:

১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: কিছু করে না এমন নারী
সমার্থক শব্দাবলি: অকর্ত্রী, অকারিকা, নিষ্ক্রিয়া, ক্রিয়াহীনা।


২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ:

১. কোনো কাজের বা বিষয়ের কর্তা নয় এমন নারী।
সমার্থক শব্দাবলি: অকর্ত্রী, কর্তৃত্বহীনা ব্যক্তি, নিষ্ক্রিয়া ব্যক্তি।


২. কোনো কাজের বা বিষয়ের পরিচালকা নয়।
সমার্থক শব্দাবলি: অপ্রধানা ব্যক্তি, কর্তার সহকারাইণী বা সহযোগিনী।

বিপরীতার্থক শব্দ: কর্ত্রী [ভাবার্থে]
                        কর্তা [স্ত্রীলিঙ্গার্থে]