অকষ্টবদ্ধ
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+
ষ্+ট্+অ+ব্+অ+দ্+ধ্+অ
উচ্চারণ: [.কশ্‌.টো.বদ্‌.ধো][ɔ.kɔʃ.ʈo.d̪.d̪ʰo]
শব্দ-উৎস: সংস্কৃত
ष्ट (অকষ্ট) + बद्ध  (বদ্ধ)>বাংলা অকষ্টবদ্ধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:
যা এতটাই কষ্টকর যা থেকে আর কষ্টের কিছু হতে পারে না।
সমার্থক শব্দাবলি:

১. অতিকষ্ট আবদ্ধ
২. অত্যন্ত সঙ্কটাপন্ন, অতি দুঃখে নিমজ্জিত