কষ
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো–
নিপীড়িত হওয়া, ঘর্ষণ
করা,
পরীক্ষণ।
এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়,
তার ভিতরে যে সকল শব্দ বাংলা
ভাষায় ব্যবহৃত হয়–
তার
তালিকা দেওয়া হলো।
নিপীড়ন কলকলা
অর্থে-
√কষ্
(নিপীড়িত হওয়া) +
তি (ক্তিন্)=কষ্টি
√কষ্
(নিপীড়িত হওয়া) +
ত
(ক্ত) = কষ্ট।
ঘর্ষণ কলকলা
অর্থে- √কষ্
(ঘর্ষণ করা) +অন্
(ল্যুট)=কষণ
√কষ্
(ঘর্ষণ করা) +
অ (অ) = কষ
পরীক্ষণ অর্থে-
√কষ্
(ঘর্ষণ করা)=স
=কক্ষ
২. ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- এই ধাতুর ভাবগত অর্থ হলো- নিপীড়িত হওয়া, ঘর্ষণ করা। বিভিন্ন অর্থে এই ধাতুজাত সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন-
ঘর্ষণ করা অর্থে- কষ্টিপাথরে যেন কষি নিল হেম।
যাচাই করা অর্থে- জ্ঞানদাস কহে, হিয়ায় কষিয়া লহ
শাসন করা অর্থে
–
গোটা দুই দাবিড়ি দিল কসে
রান্নায় অল্প ভাজা বা রস- মরা করা অর্থে- মাংস কষায় ঝি।
সঙ্কুচিত হওয়া, টান ধরা অর্থে- শীতে শরীর কষে।
৩.
সংস্কৃত৪
√কৃষ>বাংলা১
√কষ্।
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো-এর ভাবগত অর্থ হলো-টেনে বাঁধা, অঙ্ক করা।
এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলায় ব্যবহৃত হয়। উপরের
সকল অর্থেই যে ক্রিয়াপদের তালিকা পাওয়া যায়।
নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা দেখানো হলো।
চলিত রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | কষে | কষেন | কষেন | কষ | কষিস | কষি |
ঘটমান | কষছে | কষছেন | কষছেন | কষছ | কষছিস | কষছি | |
পুরাঘটিত | কষেছে | কষেছেন | কষেছেন | কষেছ | কষেছিস | কষেছি | |
অনুজ্ঞা | কষুক | কষুন | কষুন | কষ | কষ | ||
অতীত | সাধারণ | কষল | কষলেন | কষলেন | কষলে | কষলি | কষলাম |
নিত্যবৃত্ত | কষত | কষতেন | কষতেন | কষতে | কষতি | কষতাম | |
ঘটমান | কষছিল | কষছিলেন | কষছিলেন | কষছিলে | কষছিলি | কষছিলাম | |
পুরাঘটিত | কষেছিল | কষেছিলেন | কষেছিলেন | কষেছিলে | কষেছিলি | কষেছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | কষবে | কষবেন | কষবেন | কষবে | কষবি | কষব |
ঘটমান | কষতে থাকবে | কষতে থাকবেন | কষতে থাকবেন | কষতে থাকবে | কষতে থাকবি | কষতে থাকব | |
পুরাঘটিত | কষে থাকবে | কষে থাকবেন | কষে থাকবেন | কষে থাকবে | কষে থাকবি | কষে থাকব | |
অনুজ্ঞা | কষবে | কষবেন | কষবেন | কষো | কষিস | ||
সাধু রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | কষে | কষেন | কষেন | কষ | কষিস | কষি |
ঘটমান | কষিতেছে | কষিতেছেন | কষিতেছেন | কষিতেছ | কষিতেছিস | কষিতেছি | |
পুরাঘটিত | কষিয়াছে | কষিয়াছেন | কষিয়াছেন | কষিয়াছ | কষিয়াছিস | কষিয়াছি | |
অনুজ্ঞা | কষুক | কষুন | কষুন | কষ | কষ্ | ||
অতীত | সাধারণ | কষিল | কষিলেন | কষিলেন | কষিলে | কষিলি | কষিলাম |
নিত্যবৃত্ত | কষিত | কষিতেন | কষিতেন | কষিতে | কষিতিস | কষিতাম | |
ঘটমান | কষিতেছিল | কষিতেছিলেন | কষিতেছিলেন | কষিতেছিলে | কষিতেছিলি | কষিতেছিলাম | |
পুরাঘটিত | কষিয়াছিল | কষিয়াছিলেন | কষিয়াছিলেন | কষিয়াছিলে | কষিয়াছিলি | কষিয়াছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | কষিবে | কষিবেন | কষিবেন | কষিবে | কষিবি | কষিব |
ঘটমান | কষিতে থাকিবে | কষিতে থাকিবেন | কষিতে থাকিবেন | কষিতে থাকিবে | কষিতে থাকিবি | কষিতে থাকিব | |
পুরাঘটিত | কষিয়া থাকিবে | কষিয়া থাকিবেন | কষিয়া থাকিবেন | কষিয়া থাকিবে | কষিয়া থাকিবি | কষিয়া থাকিব | |
অনুজ্ঞা | কষিবে | কষিবেন | কষিবেন | কষিয়ো | কষিস | ||
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : কষিতে, কষিলে, কষিয়া। চলিত রীতি : কষতে, কষলে, কষে |
এই ধাতু থেকে
উত্পন্ন প্রযোজক ধাতু হলো- করা।
Öকষ
(করা) +আ =Öকরা।
দেখুন : করা।
সংযোজক মূলক ধাতু গঠনে কষ ব্যাপক ভাবে ব্যবহৃত হয়,
যেমন-
ভাল কর্,
মন্দ কর্।
কষা [কশা]
[kɔ.ʃa]
সংস্কৃত৪√কষ্>বাংলা১
√কষ্>√কষা।
১.
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো-
প্রহার করা,
পরিপক্ক করানো।
এই ধাতুজাত অকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয় যেমন-
প্রহার করা অর্থে : আগে
পিঠের পরে দুটো কষাই, তারপর কথা হবে।
পরিপক্ক করানো অর্থে : ঝি মাংস কষাচ্ছে
।
২.
সংস্কৃত৪√কষ্>বাংলা১
√কষ্>√কষা।
ক্রিয়ামূল।
√কৃষ
(কর্ষণ করা, আকর্ষণ করা)>বাংলা
Öকষ্
+আ=Öকষা। এর ভাবগত অর্থ হলো-
অঙ্ক করা
টেনে বাঁধা অর্থে :
এর ভাবগত অর্থ হলো-টেনে বাঁধা, অঙ্ক করা। এই ধাতু থেকে উৎপন্ন প্রযোজক সকর্মক ক্রিয়াপদ বাংলায় ব্যবহৃত হয়। যেমন- আমি তাকে দিয়ে অঙ্ক কষালাম। নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা দেখানো হলো।
চলিত রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | কষায় | কষান | কষান | কষাও | কষা, কষাস | কষাই |
ঘটমান | কষাচ্ছে | কষাচ্ছেন | কষাচ্ছেন | কষাচ্ছ | কষাচ্ছিস | কষাচ্ছি | |
পুরাঘটিত | কষিয়েছে | কষিয়েছেন | কষিয়েছেন | কষিয়েছ | কষিয়েছিস | কষিয়েছি | |
অনুজ্ঞা | কষাক | কষান | কষান | কষাও | কষা, কষাস | ||
অতীত | সাধারণ | কষাল | কষালেন | কষালেন | কষালে | কষালি | কষালাম |
নিত্যবৃত্ত | কষাত | কষাতেন | কষাতেন | কষাতে | কষাতি | কষাতাম | |
ঘটমান | কষাচ্ছিল | কষাচ্ছিলেন | কষাচ্ছিলেন | কষাচ্ছিলে | কষাচ্ছিলি | কষাচ্ছিলাম | |
পুরাঘটিত | কষিয়েছিল | কষিয়েছিলেন | কষিয়েছিলেন | কষিয়েছিলে | কষিয়েছিলি | কষিয়েছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | কষাবে | কষাবেন | কষাবেন | কষাবে | কষাবি | কষাব |
ঘটমান | কষাতে থাকবে | কষাতে থাকবেন | কষাতে থাকবেন | কষাতে থাকবে | কষাতে থাকবি | কষাতে থাকব | |
পুরাঘটিত | কষিয়ে থাকবে | কষিয়ে থাকবেন | কষিয়ে থাকবেন | কষিয়ে থাকবে | কষিয়ে থাকবি | কষিয়ে থাকব | |
অনুজ্ঞা | কষাবে | কষাবেন | কষাবেন | কষায়ো | কষাবি | ||
সাধু রূপ | |||||||
কালের নাম | নাম পুরুষ | মধ্যম | উত্তম | ||||
সাধারণ (সে) |
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ (তুই) |
আমি | ||
বর্তমান | সাধারণ | কষায় | কষান | কষান | কষাও | কষাস | কষাই |
ঘটমান | কষাইতেছে | কষাইতেছেন | কষাইতেছেন | কষাইতেছ | কষাইতেছিস | কষাইতেছি | |
পুরাঘটিত | কষাইয়াছে | কষাইয়াছেন | কষাইয়াছেন | কষাইয়াছ | কষাইয়াছিস | কষাইয়াছি | |
অনুজ্ঞা | কষাউক | কষাউন | কষাউন | কষাইও | কষাইস | ||
অতীত | সাধারণ | কষাইল | কষাইলেন | কষাইলেন | কষাইলে | কষাইলি | কষাইলাম |
নিত্যবৃত্ত | কষাইত | কষাইতেন | কষাইতেন | কষাইতে | কষাইতিস | কষাইতাম | |
ঘটমান | কষাইতেছিল | কষাইতেছিলেন | কষাইতেছিলেন | কষাইতেছিলে | কষাইতেছিলি | কষাইতেছিলাম | |
পুরাঘটিত | কষাইয়াছিল | কষাইয়াছিলেন | কষাইয়াছিলেন | কষাইয়াছিলে | কষাইয়াছিলি | কষাইয়াছিলাম | |
ভবিষ্যৎ | সাধারণ | কষাইবে | কষাইবেন | কষাইবেন | কষাইবে | কষাইবি | কষাইব |
ঘটমান | কষাইতে থাকিবে | কষাইতে থাকিবেন | কষাইতে থাকিবেন | কষাইতে থাকিবে | কষাইতে থাকিবি | কষাইতে থাকিব | |
পুরাঘটিত | কষাইয়া থাকিবে | কষাইয়া থাকিবেন | কষাইয়া থাকিবেন | কষাইয়া থাকিবে | কষাইয়া থাকিবি | কষাইয়া থাকিব | |
অনুজ্ঞা | কষাইবেন | কষাইবেন | কষাইবেন | কষাইয়ো | কষাইবি | ||
অসমাপিকা ক্রিয়া : সাধু রীতি : কষাইতে, কষাইলে, কষাইয়া। চলিত রীতি : কষাতে, কষালে, কষিয়ে |