অকৃষ্ণা
বানান্ বিশ্লেষণ: অ-ক্+ঋ+ষ্+ণ+আ
উচ্চারণ:
ɔ.kriʃ.na
(অ.কৃশ্.না)
শব্দ-উৎস:
সংস্কৃত কৃষ্ণ>
বাংলা কৃষ্ণ>অ-কৃষ্ণ>অকৃষ্ণা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ:
যা কৃষ্ণবর্ণের নয়, এই অর্থে অকৃষ্ণ। স্ত্রীলিঙ্গার্থে অকৃষ্ণা। সাধারণত ফরসা
মেয়ে বা শেতাঙ্গিনীকে অকৃষ্ণা বলা হয়।
বিপরীতার্থক শব্দ:
অকৃষ্ণ