অকৃষ্ণ
বানান্ বিশ্লেষণ: অ-ক্+ঋ+ষ্+ণ+অ
উচ্চারণ:
ɔ.kriʃ.no
(অ.কৃশ্.নো)
শব্দ-উৎস:
সংস্কৃত কৃষ্ণ>
বাংলা কৃষ্ণ>অ-কৃষ্ণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ:
হিন্দু মতে- কৃষ্ণবর্জিত স্থান। অর্থাৎ কৃষ্ণকে পূজা বা শ্রদ্ধা করা হয় না এমন স্থান।
আবার কৃষ্ণের করুণা যেস্থানে নেই এমন স্থানকেও অকৃষ্ণ বলা হয়।
বিপরীতার্থক শব্দ:
কৃষ্ণ [ভাবার্থে]
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{বর্ণহীন রঙ |
রঙ |
দরশনগত লক্ষণগুণ |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ: যা কালো নয়, এই অর্থে অকৃষ্ণ, কালো ছাড়া অন্য যে কোনো রঙ।
তবে অকৃষ্ণ বলতে সাধারণত সাদা বুঝানো হয়।
সমার্থক শব্দাবলি: অকৃষ্ণ, শ্বেত, সাদা
বিপরীতার্থক শব্দ: