কুণ্ঠিতা
বানান বিশ্লেষণ: অ+ক্+উ+ণ্+ঠ্+ই+ত্+আ
উচ্চারণ: [অ.কুন্‌.ঠি.তা] ɔ.kun.ʈhi.t̪a]
শব্দ-উৎস: সংস্কৃত অকুণ্ঠিতা>বাংলা অকুণ্ঠিতা

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: যার মন বা হৃদয় অকুণ্ঠ (সরল)
সমার্থক শব্দাবলি:
অকপটচিত্তা , অকুণ্ঠচিত্তা, অমায়িকা
ইংরেজি: (fem.) frank, candid, sincere, above board; straightforward; unreserved.