কুণ্ঠমনে
বানান বিশ্লেষণ: অ+ক্+উ+ণ্+ঠ্+অ+ম্+অ+ন্+এ
উচ্চারণ:
 [.কুন্‌.ঠো.মো.নে [ɔ.kun.ʈho.mo.ne]
শব্দ-উৎস: সংস্কৃত
 अकुण्ठ (অকুণ্ঠ) +नस् (মনস্>মনঃ)>বাংলা অকুণ্ঠমন+এ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {ভাববিশেষণ, ক্রিয়াবিশেষণ}
অর্থ: অকুণ্ঠমন সহকারে।
সমার্থক শব্দাবলি:
অকপটচিত্তে,  অকপটমনে, অকুণ্ঠচিত্তে
বিপরীতার্থ শব্দ:
অকুণ্ঠচিত্ত [পুংলিঙ্গার্থে]
ইংরেজি:  open-heartedly, frankly, sincerely, candidly.