অকপটমনে
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+প্+অ+ট্+অ+ম্+অ+ন্+এ
উচ্চারণ:
[..পোট্‌.মো.নে] [ɔ.kɔ.poʈ.mo.ne]
শব্দ-উৎস: সংস্কৃত কপট>বাংলা  অকপট +
               
সংস্কৃত মনস্>মনঃ>বাংলা মন +এ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অ-কপট {কপ্ (অসঙ্গত ব্যবহার করা)

+ অট্ (অটন), কর্তৃবাচ্য}+ মনস্>মনঃ>মন +এ

পদ: বিশেষণ (ভাব-বিশেষণ)
অর্থ: অকপট (সরল) মনে।
সমার্থক শব্দাবলি: অকপটচিত্তে, অকপটমনে, অকপটে, অকুণ্ঠচিত্তে, অকুণ্ঠপ্রাণে, অকুণ্ঠমনে, অকুণ্ঠহৃদয়ে, অকুণ্ঠিতচিত্তে, অকুণ্ঠিতপ্রাণে, অকুণ্ঠিতমনে, অকুণ্ঠিতহৃদয়ে, উদারচিত্তে, উদারহৃদয়ে, সরলচিত্তে, সরলমনে, সরলহৃদয়ে
ইংরেজি:
open-heartedly, frankly, sincerely, candidly.