অকপটমনে
অ-কপট {√কপ্ (অসঙ্গত ব্যবহার করা)
+ অট্ (অটন), কর্তৃবাচ্য}+ মনস্>মনঃ>মন +এ
পদ:
বিশেষণ
(ভাব-বিশেষণ)
অর্থ: অকপট (সরল) মনে।
সমার্থক শব্দাবলি:
অকপটচিত্তে, অকপটমনে,
অকপটে,
অকুণ্ঠচিত্তে,
অকুণ্ঠপ্রাণে,
অকুণ্ঠমনে,
অকুণ্ঠহৃদয়ে,
অকুণ্ঠিতচিত্তে,
অকুণ্ঠিতপ্রাণে,
অকুণ্ঠিতমনে,
অকুণ্ঠিতহৃদয়ে,
উদারচিত্তে,
উদারহৃদয়ে,
সরলচিত্তে,
সরলমনে,
সরলহৃদয়ে।
ইংরেজি:
open-heartedly, frankly, sincerely, candidly.