অকুটিল
বানান্ বিশ্লেষণ: অ-ক্+উ+ট্+ই+ল্+অ
উচ্চারণ:
ɔ.ku.ʈil [অ.কু.টিল]
শব্দ-উৎস: সংস্কৃত অকুটিল> বাংলা অকুটিল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষণ
অর্থ:
যিনি কুটিল (অসরল, ছলনা ইত্যাদি) আচরণ করেন না, এই অর্থে অকুটিল।
সমার্থক শব্দাবলি:
অকপট, অকপটচারী, অকুটিল, কুটিলতাশূন্য, সরল
বিপরীতার্থক শব্দ:

ইংরেজি: frank, candid, sincere, above board; straightforward; unreserved.