অংহহর
বানান বিশ্লেষণ: অ+ং+হ্+অ+হ্+অ+র্+অ
উচ্চারণ : oŋ.ɦo.ɦɔr
(ঙ্‌.হো.হর্)।

অঙ্.হো.হর্ [অং এবং হো ধ্বনি দুটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট হর্ একাক্ষর হিসেবে উচ্চারিত হবে।]

শব্দ-উৎস: সংস্কৃত अंहर অংহসহর>প্রাকৃত অংহহর>বাংলা অংহহর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ

অর্থ: পাপকে হরণ করে এমন কেউ বা পাপহরণকারী
সমার্থক শব্দাবলি: অংহহর, পাবন, পাপহর, পাপহারক, পাপহারী, পাপহরণকারী
বিপরীতার্থক শব্দ: অংহহরা [স্ত্রীলিঙ্গার্থে]
 


সূত্র: