অংসলা
বানান বিশ্লেষণ : অ+ং+স্+অ+ল্+
উচ্চারণ:
ɔŋo.la (অঙ্‌.শো.লা)

অঙ্.শো.লা[ং-যুক্ত অ ধ্বনি একাক্ষর অং তৈরি করে। বাংলাতে স ধ্বনি শ-এর মতো উচ্চারিত হয়। তিনটি অর্ধ-বিবৃত ধ্বনির মধ্যবর্তী শ ধ্বনি শো-তে পরিণত হয়। লা ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত अंसला অংসলা>বাংলা অংসলা

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংস {অংস্  (ভারবহন করা) + অ (অ),,কর্মবাচ্য} +ল (লচ্) + আ (টাপ্)}
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}

অর্থ: ১ প্রশস্ত স্কন্ধ আছে এমন নারী, সাধারণ অর্থে অংসলা।
সমার্থক শব্দাবলি:
অংশলা, অংসলা।
বিপরীতার্থক শব্দ:
অংসল (পুংলিঙ্গার্থে)।
ইংরেজি:
bull-necked woman

 

অর্থ: ২ প্রশস্ত স্কন্ধ আছে এমন বলবতী নারী, সাধারণ অর্থে অংশলা।
সমার্থক শব্দাবলি: অংশলা,
অংসলা, ঊর্জস্বতী, ঊর্জস্বিনী, ঊর্জস্বলা, বলবতী, বলবন্তা, বলশালিনী বলবন্তা বলিনী, শক্তিধরা, শক্তিমতী, শক্তিশালিনী

বিপরীতার্থক শব্দ: অংসল (পুংলিঙ্গার্থে)।
ইংরেজি:
(fem.)
robust, strong


সূত্র :