অংসল
বানান বিশ্লেষণ : অ+ং+স্+অ+ল্+অ।

উচ্চারণ: ɔŋol (অঙ্‌.শোল্)

অং=অঙ্ [ং-যুক্ত অ ধ্বনি একাক্ষর অং তৈরি করে। বাংলাতে স ধ্বনি শ হয়। তিনটি অর্ধ-বিবৃত ধ্বনির মধ্যবর্তী এই শ ধ্বনি শো-তে পরিণত হয়। এর সাথে রুদ্ধ ল্ ধ্বনি শো-এর সাথে যুক্ত হয়ে একাক্ষর শোল্ ধ্বনিতে পরিণত হয়]

শব্দ-উৎস: সংস্কৃত अंस অংসল>বাংলা অংস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংস {
অংস্  (ভারবহন করা) + অ (অ),,কর্মবাচ্য} ++ল (লচ্) , ছে অর্থে), কর্তৃবাচ্য}
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ: .১.  প্রশস্ত স্কন্ধবান এমন।
সমার্থক শব্দাবলি:
অংশল, অংসল, স্কন্ধী
বিপরীতার্থক শব্দ:
অংসলা (স্ত্রীলিঙ্গার্থে)।
ইংরেজি:
bull-necked

অর্থ: ১.২. প্রশস্ত স্কন্ধ আছে এমন বলশালী পুরুষ, সাধারণ অর্থে অংশল।
সমার্থক শব্দাবলি: অংশল, অংসল, অণ্ডীর, ঊর্জস্বল, ঊর্জস্বান, ঊর্জস্বী, তাগড়া, তাগড়াই, পালোয়ান, বলবন্ত, বলবান, বলশালী, বলান্বিত, বলী, শক্তিধর, শক্তিমান, শক্তিশালী
বিপরীতার্থক শব্দ: অংশলা (স্ত্রীলিঙ্গার্থে)।
ইংরেজি:
robust, strong


সূত্র :