অঙ্গুলিষঙ্গ
বানান্ বিশ্লেষণ : অ +ং+গ্+উ++ই+ষ্+অ+ঙ্+গ্+অ।
উচ্চারণ : oŋ.gu.li.ʃɔŋ.go (ওঙ্‌.ি..)

শব্দ-উৎস: সংস্কৃত অঙ্গুলিসঙ্গ> বাংলা অঙ্গুলিসঙ্গ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অঙ্গুলিতে সঙ্গ যাহার/বহুব্রীহি সমাস

১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| অঙ্গুলাবরণ | নিরাপত্তা টুপি | প্রতিরক্ষক আবরক | আবরক | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা অঙ্গুলের সঙ্গী হিসাবে ব্যবহৃত হয়।
সমার্থক শব্দাবলি:
অংগুস্তানা, অঙ্গুলাবরণ, অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ, অঙ্গুলিষঙ্গ, আঙুস্তান
ইংরেজি: thimble

২.
পদ : বিশেষণ
অর্থ: যা অঙ্গুলির সাথে থাকে।
সমার্থক শব্দাবলি: অঙ্গুলসংযুক্ত, অঙ্গুলিষঙ্গ, অঙ্গুলতে পরিহিত।