অনিষ্ট
বানান
বিশ্লেষণ :
অ+ন্+ই+ষ্+ট্+অ।
উচ্চারণ
: ɔ.niʃ.ʈo
(অ.নিশ্.টো)।
শব্দ-উৎস :
সংস্কৃত
अनिष्ट
(অনিষ্ট)>বাংলা
অনিষ্ট।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অ (নয় নিষ্ট)//নঞ্ তৎপুরুষ সমাস
পদ:
১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:১.১. যা কাঙ্ক্ষিত নয়।
সমার্থক শব্দাবলি: অনভিলষিত, অনাকাঙ্ক্ষিত, অনিষ্ট, অবাঞ্ছিত।
২.২ যা অকল্যাণ আনে।
সমার্থক শব্দাবলি: অনিষ্ট, অশুভ।
বিপরীতার্থক শব্দ: অনিষ্টা (স্ত্রীলিঙ্গার্থে)
২. বিশেষ্য
অর্থ:২.১. যা কল্যাণকর নয় বলে অনাকাঙ্ক্ষিত।
সমার্থক শব্দাবলি: অকল্যাণ, অনিষ্ট, অমঙ্গল, অকুশল।
২.২. যা উপকার করে না।
সমার্থক শব্দাবলি: অপকার, অনিষ্ট, অনুপকার
২.২. যাতে কোন লাভ হয় না।
সমার্থক শব্দাবলি: অনিষ্ট, ক্ষতি, হানি।
যৌগিক শব্দাবলি: অনিষ্টকর, অনিষ্টকরী, অনিষ্টকারক, অনিষ্টকারিকা, অনিষ্টকারিণী, অনিষ্টকারী, অনিষ্টজনক, অনিষ্টজনিকা, অনিষ্টদায়ক, অনিষ্টদায়িকা, অনিষ্টনাশ, অনিষ্টনাশক, অনিষ্টপাত, অনিষ্টভয়, অনিষ্টরত, অনিষ্টশঙ্কা, অনিষ্টসম্ভাবনা, অনিষ্টসাধক,
অনিষ্টসাধন,
অনিষ্টসাধিকা,
অনিষ্টা,
অনিষ্টাচরণ,
অনিষ্টাপাত,
অনিষ্টাশঙ্কা।