অনিষ্টকারী

বানান বিশ্লেষণ : অ+ন্+ই+ষ্+ট্+অ+ক্+আ+র্+ঈ।
উচ্চারণ : ɔ.niʃ.ʈo.ka.ri (.নিশ্‌.টো.কা.রি)।

শব্দ-উৎস : সংস্কৃত निष्टकारी (অনিষ্টকারী)>বাংলা নিষ্টকারী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ  {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ:  অনিষ্ট করে এমন কেউ বা কিছু।
সমার্থক শব্দাবলি: অউপকারী,

বিপরীতার্থক শব্দ: অনিষ্টকারিণী [স্ত্রীলিঙ্গার্থে]

ইংরেজি: harmful, injurious; mischievous