অউপকারী
বানান বিশ্লেষণ : অ++প্+অ+ক্+অ+র্+ই।
উচ্চারণ : ɔ.u.po.ka.ri (অ.উ.পো.কা.রি)
শব্দ-উৎস : বাংলা  অ (উপসর্গ) - সংস্কৃত উপকারী>বাংলা অউপকারী। আধুনিক বাংলায় এর ব্যবহার নাই। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে এর ব্যবহার ছিল।
 
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ  {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ: যে অনুপকার (অকল্যাণ, অনিষ্ট, ক্ষতি) করে।
সমার্থক শব্দাবলি: অউপকারী,
অকল্যাণকারী, অনিষ্টকর, অনিষ্টকারক, অনিষ্টকারী, অনিষ্টজনক, অনিষ্টসাধক, অনুপকারী, অপকারক, অপকারী, অমঙ্গলকর, অমঙ্গলকারক, অমঙ্গলকারী, অমঙ্গলজনক, অহিত, অহিতকর, অহিতকরী, অহিতকারক, অহিতকারীক্ষতিকর, ক্ষতিকারক, ক্ষতিজনক
বিপরীতার্থক শব্দ:  
অপকারক, অপকারী

ইংরেজি: one (male) who maligns
 


সূত্র: