অহি
বানান বিশ্লেষণ: +্+ই+ত্+অ
উচ্চারণ:
[অ.হিত্] [ɔ.ɦi]
শব্দ-উৎস: সংস্কৃত अहित হিত>বাংলা অহিত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য  
অর্থ:

১. যা কল্যাণ বহন করে না।
সমার্থক শব্দাবলি: অনিষ্ট, অমঙ্গল, অপকার।

২. যা শুভ ভাব ধারণ করে না।
সমার্থক শব্দাবলি: অহিত, শত্রু।

২. যা কল্যাণ বহন করে না।
সমার্থক শব্দাবলি:
অউপকারী, অহিত, অনিষ্টকর, অমঙ্গলজনক।