অনিষ্টজনক

বানান বিশ্লেষণ : অ+ন্+ই+ষ্+ট্+অ+জ্+অ+ন্+অ+ক্+অ
উচ্চারণ : ɔ.niʃ.ʈo.ɟɔ.nok (.নিশ্‌.টো..নোক্)।

শব্দ-উৎস : সংস্কৃত निष्टजनक (অনিষ্টজনক)>বাংলা নিষ্টজনক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ-ইষ্ট {
ইষ্ (ইচ্ছা করা)+ ত (ক্ত) , কর্মবাচ্য}+জনক {জনি {জন্ (জন্মগ্রহণ করা)+ই (ণিচ)}+ অক (ণ্বুল), কর্তৃবাচ্}
পদ : বিশেষণ  {নাম-বিশেষণ | গুণবাচক}

১. অর্থ :  যা অনিষ্ট করে।
সমার্থক শব্দাবলি : অউপকারী,
অনিষ্টকারক, অপকারক, ক্ষতিজনক,  ক্ষতিকারক।
ইংরেজি : harmful, injurious; mischievous

. অর্থ :
যার দ্বারা  অনিষ্ট (ক্ষতি) সাধিত হয়।
সমার্থক শব্দ : এই অর্থে- অনিষ্টকর, অনিষ্টসাধক

ইংরেজি : harmful, injurious; mischievous

৩. অর্থ : যে অনিষ্ট (অনুপকার) করে।
সমার্থক শব্দ : অনুপকারক, অনুপকারী, অপকারক, অপকারী
ইংরেজি :
harmful, injurious

 

৪. অর্থ : যা অনিষ্ট (অকল্যাণ) করে।
সমার্থক শব্দ : অকল্যাণকর, অমঙ্গলকর, অহিতকর
ইংরেজি :
. malignant; unwholesome