অংশুতাপন
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+উ+ত্+আ+প্+অ+ন্+অ
উচ্চারণ: oŋ.ʃu.
a.pon (ওঙ্‌.শু.তা.পোন্)।

ওঙ্. শু [পরবর্তী ধ্বনি উকারযুক্ত হওয়ায় অং ধ্বনি ওঙ্ ধ্বনিতে পরিণত হবে। অবশিষ্ট উকারান্ত শ্ ধ্বনি একাক্ষর শু ধ্বনি তৈরি করবে]
তা.পোন্ [তা একাক্ষর হিসেবে উচ্চারিত হবে। এর পরের প ধ্বনি ওকারান্ত হবে এবং এর সাথে রুদ্ধ র্ ধ্বনি যুক্ত হয়ে পোন্ ধ্বনি উৎপন্ন করবে।]

শব্দ-উৎস: সংস্কৃত अंशुतापन  (অংশু)>বাংলা অংশুতাপন্
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র প্রহ্লাদের পুত্র বিরোচন রাক্ষসরাজ বৃষপর্বার কন্যা সুরুচিকে বিবাহ করেন। বিরোচনের শতপুত্রের ভিতর অংশুতাপন ছিলেন একজন। উল্লেখ্য এর ভাই ছিলেন অসুররাজ বলি


সূত্র: