পদ:
বিশেষ্য
অর্থ:
১. কোনো ক্রিয়াকর্ম সম্পন্ন করার উদ্যোগ বা আয়োজন
সমার্থক শব্দাবলি: উদ্যোগ, নির্বাহ
যুক্তশব্দ:উত্তরপদ: অক্রিয়ানুষ্ঠান, ক্রিয়ানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান,
২. কোনো কর্মকাণ্ডের জন্য আয়োজিত সভা
সমার্থক শব্দাবলি: অধিবেশন, সভা
উদাহরণ: সমিতির বাৎসরিক অনুষ্ঠান।
সূত্র :