অনুষ্ঠান
বানান বিশ্লেষণ: অ+ন্+উ+ষ্+ঠ্+আ+ন্+অ
উচ্চারণ: [ও.নুশ্.ঠান্] [
o.nu.ʈʰan]
শব্দ-উৎস: সংস্কৃত অনুষ্ঠান> বাংলা অনুষ্ঠান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অনু- {√স্থা (থাকা) + অন্ (ল্যুট), ভাববাচ্য}

পদ: বিশেষ্য
অর্থ:

১. কোনো ক্রিয়াকর্ম সম্পন্ন করার উদ্যোগ বা আয়োজন
সমার্থক শব্দাবলি:
উদ্যোগ, নির্বাহ
যুক্তশব্দ:

উত্তরপদ: অক্রিয়ানুষ্ঠান, ক্রিয়ানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান,

২. কোনো কর্মকাণ্ডের জন্য আয়োজিত সভা
সমার্থক শব্দাবলি: অধিবেশন, সভা
উদাহরণ: সমিতির বাৎসরিক অনুষ্ঠান।


সূত্র :