অরিষ্ট
বানান
বিশ্লেষণ :
অ+র্+ই+ষ্+ট্+অ
উচ্চারণ : ɔ.riʃ.ʈo
(অ.রিশ্.টো্)
শব্দ-উৎস:
সংস্কৃত অরিষ্ট>বাংলা
অরিষ্ট।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
অ (নাই) রিষ্ট (অমঙ্গল) যাহা
হইতে/নঞ্
বহুব্রীহি সমাস।
পদ :
বিশেষ্য
- ১.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
এ্যালকোহলযুক্ত পানীয়
|
ড্রাগ
|
ঘটক|
নিমিত্তবাচক ঘটক
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ :
যা পান করে মত্ততা আসে,
এমন যে কোনো
ইথাইল এ্যালকোহল
যুক্ত পানীয়।
সমনাম
:
অইন,
অব্ধিজা,
অরিষ্ট,
কশ্য ,কারণ,
কারণজল, কারণবারি,
মদ,
মদিরা,
মদ্য,
শরাব,
শরাবন-তহুরা
সুরা।
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
এই নামে একাধিক চরিত্র রয়েছে।
যেমন−
১.
হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ইনি বলি নামক অসুরের পুত্র এবং কংসের প্রিয়পাত্র।
শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য,
কংস একে নন্দের বাড়িতে পাঠান।
ইনি ষাড়ের রূপ ধরে- শ্রীকৃষ্ণের খেলাধুলার স্থানে সেন।
অন্যান্য গাপবালকেরা একে দেখে ভয়ে পালিয়ে গেলে- শ্রীকৃষ্ণ একাই এই অসুরের মুখোমুখি
হন।
কৃষ্ণ এর দুই শিং ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বাম শিংটি উপড়ে ফলেন।
পরে ওই শিং দিয়েই একে হত্যা করেন।
দেখুন : কৃষ্ণ
২.
বৈবস্বত-মনুর পুত্র।
এর অপর নাম ছিল নভগ।
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি
সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা
অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা বানান বিচিন্তা (প্রথম
খণ্ড)। অধ্যাপক পি. আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম
খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র
রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।
- wordnet 2.1