অইন

বানান বিশ্লেষণ :অ+ই+ন্+অ
উচ্চারণ :
o.in  (ও.ইন্)
শব্দ-উৎস: দেশী শব্দ
পদ : বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ :অল্পবয়ষ্ক গাছ।
সমার্থক শব্দাবলি : অইন, কচিগাছ, চারা, চারাগাছ, ছোটগাছ, বৃক্ষশিশু
ইংরেজি :
plantlet

২. ঊর্ধ্বক্রমবাচকতা { সবীজ উদ্ভিদ | ভাস্কুলার উদ্ভিদ উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ : বীজ থেকে অঙ্কুর গজিয়েছে এমন দশায় থাকা বীজ।
সমার্থক শব্দাবলি : অইন, বীজাঙ্কুর
ইংরেজি :
seedling

৩. ঊর্ধ্বক্রমবাচকতা {| এ্যালকোহলযুক্ত পানীয় | পানীয় | আহার্যবস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা }
অর্থ : এ্যালকোহলযুক্ত পানীয় বা মদ। যা চোলাই বা পরিস্রুত পদ্ধতিতে তৈরি করা হয়। এদের ভিতরে দেশীয় পদ্ধতিতে সৃষ্ট সকল ধরনের মদকেই অইন বলা হয়। [দেখুন: মদ]
সমার্থক শব্দাবলি: অইন, মদ

সূত্র :