চারা
বানান বিশ্লেষণ : চ্+আ+ র্+আ
উচ্চারণ : cʰa.ra (চা.রা)
শব্দ-উৎস : টিপরা চেরা>বাংলা চারা।
পদ :
১. বিশেষণ {নাম-বিশেষণ | গুণবাচক}। সর্বনামবাচক}
      অল্প বয়ষ্ক
, শিশু, ছোট।

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: অল্পবয়ষ্ক গাছ।
সমার্থক শব্দবলি: অইন, কচিগাছ, চারা, চারাগাছ, ছোটগাছ, বৃক্ষশিশু
উদাহরণ : ধানের চারা লাগিয়েছি।

ইংরেজি : plantlet