ছোটগাছ
বানান বিশ্লেষণ :
ছ্+ও+ ট্+অ- গ্+আ+ছ্+অ।
উচ্চারণ
: cʰo.ʈo.gacʰ
(ছো.টো.গাছ্)
শব্দ-উৎস :
সংস্কৃত
(ক্ষুদ্র)>প্রাকৃত ছুড্ড,ছুট্ট>বাংলা ছোট +
সংস্কৃত
(গচ্ছ)>বাংলা গাছ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
ছোট যে গাছ/কর্মধারয় সমাস।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
উদ্ভিদ
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
অল্পবয়ষ্ক গাছ।
সমার্থক শব্দাবলি:
অইন,
কচিগাছ,
চারা,
চারাগাছ,
ছোটগাছ,
বৃক্ষশিশু।
ইংরেজি :
plantlet।