বৃক্ষশিশু
বানান বিশ্লেষণ : ব্+ঋ+ ক্‌+ষ্+অ- শ্+ই+শ্+উ
উচ্চারণ : brik.kʰo.ʃi.ʃu (বৃক্.খো.শি.শু)
শব্দ-উৎস :
সংস্কৃত বৃক্ষ>বাংলা বৃক্ষ + সংস্কৃত শিশু>বাংলা শিশু।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ : বৃক্ষ {Ö ব্রশ্চ্ (ছেদন করা) +,  কর্মবাচ্য}+ শিশু {Öো (বিদারণ করা) +, কর্মবাচ্য}
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: অল্পবয়ষ্ক গাছ।
সমার্থক শব্দ: অইন, কচিগাছ, চারা, চারাগাছ, ছোটগাছ, বৃক্ষশিশু
ইংরেজি :
plantlet