মদ
বানান বিশ্লেষণ :
ম্+অ+দ্+অ
উচ্চারণ: mɔd̪
(
২.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা{|
উৎপন্ন প্রকৃতি
উৎপন্নের প্রকৃতি অনুসারে মদকে দুটি প্রধান
ভাগে ভাগ করা হয়। যেমন−
১. পাতিত মদ (distilled liquor) : বাষ্প সংগ্রহের দ্বারা সংগৃহীত মদ।
ইংরেজি : liquor, spirits, booze, hard drink, hard liquor, John Barleycorn, strong drink।
২. গাঁজানো মদ (fermented liquor): ব্যাক্টেরিয়ার সাহায্যে উৎপন্নকৃত মদ।
ভারতীয় মনুসংহিতার মতে- মদ বা সুরা তৈরির উৎসের বিচারে তিন প্রকার। যথা−
১. গৌড়ী : গুড় থেকে উৎপন্ন মাদক দ্রব্য
২. পৈষ্ঠী : চাল থেকে উৎপন্ন মাদক দ্রব্য
২. মাধ্বী : পুষ্পরস থেকে উৎপন্ন মাদক দ্রব্য
উৎপন্ন স্থানের বিচারে মদ