কারণবারি
বানান বিশ্লেষণ : ক্+আ+র্+অ+ণ্+অ
উচ্চারণ : ka.ron (কা.রোন্)

শব্দ-উৎস:

১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| এ্যালকোহলযুক্ত পানীয় | পানীয় | আহার্যবস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু তান্ত্রিক সাধনায় ব্যবহৃত মদকে বলা হয় কারণ বা কারণবারি।
মার্থক শব্দাবলি: কারণ, কারণজল, কারণবারি, মদ, মদ্য।
[বিস্তারিত দেখুন: মদ]


সূত্র :