শরাব/শারাব
বানান বিশ্লেষণ : শ্+অ+র্.আ+ব্+অ
উচ্চারণ:
ʃɔ.rab
শব্দ-উৎস: আরবি শরাব> ফার্সি শরাব> বাংলা শরাব
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | এ্যালকোহলযুক্ত পানীয় | পানীয় আহার্যবস্তু | বস্তু দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা পান করে মত্ততা আসে, এমন যে কোনো ইথাইল এ্যালকোহল যুক্ত পানীয়।
মার্থক শব্দাবলি: মদ, মদিরা, মদ্য, শরাব, সুরা [বিস্তারিত দেখুন: মদ ]

২. সুফিবাদী দর্শনে সুস্বাদু মাদকীয় ও পানীয় হলো শরাব। গজল কাব্য বা গানে রূপকার্র্থে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। মানুষ মদ্যপানের ফলে নেশাগ্রস্থ হয়ে আত্মহারা হয়ে যায়। তেমনি ধর্মনেশায় সাধক আত্মহারা হয়ে যায়। সুফিবাদীরদের মতে- এই নেশা মাদকীয় পানীয়য়ের চেয়ে আরও বেশি নেশা ধরিয়ে দেয়। এই নেশার ঘোরে মানুষ সংসারত্যাগী হয়ে, স্রষ্টার সন্ধান ও প্রাপ্তির জন্য ঘরছাড়া ফকির-দরবেশ হয়ে যায়।

খোদার প্রেমের শারাব পিয়ে [নজরুল ইসলাম] [তথ্য]

সূত্র: