আনন্দ
বানান বিশ্লেষণ: আ+ন+অ+ন্+দ্+অ।
উচ্চারণ:
a.non.d̪o (আ‌.নোন্.দো)
শব্দ-উৎস:
সংস্কৃত আনন্দঃ > বাংলা আনন্দ।
                বা
                সংস্কৃত আনন্দম্> বাংলা আনন্দ।

রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ১

আ- নন্দি { নন্দ্ (আনন্দ পাওয়া) + ই (ণিচ) } + অ (অ), ভাববাচ্য

পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {| ইতিবাচক উদ্দীপক | উদ্দীপক | তথ্য| জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন বিমূর্ত-সত্তা সত্তা |}
অর্থ: যে কোনো ইতিবাচক উদ্দীপনাময় অনুভুতি, যা মানুষের মনে বিশেষ সুখদায়ক দশার সৃষ্টি করে।
সমার্থক শব্দাবলি: ‌আনন্দ, প্রমোদ, প্রীতি, সুখ, হর্ষ।
ইংরেজি:
joy, delight, pleasure
পদান্তর:
আনন্দিত [বিশেষণ]
দর্শনের বিচারে আনন্দ:
আনন্দ হলো মনের বিষয়। মানুষ ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষ জ্ঞান লাভ করে। এই জ্ঞান মূলত তথ্য। কিছু তথ্য বা তথ্যের বিষয় মানুষের মনে উদ্দীপনার সৃষ্টি করে। এই উদ্দীপনা মানুষকে হতাশ বা আশান্বিত করে তোলে। আশ্বান্বিত উদ্দীপনা থেকে জন্ম নেয় স্বস্তি বোধ। মানুষের ছোটো ছোটো স্বস্তিবোধ থেকে জন্ম নেয় সুখবোধ। আর এই সুখবোধের আবেশ যখন মনের ভিতরে ছড়িয়ে পড়ে এবং সুখানুভূতিকে উচ্চমাত্রায় পৌঁছে দেয় তখন তা আনন্দে পরিণত হয়। [বিস্তারিত]

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দৈবসত্তা| দৈবসত্তা| আধ্যাত্মিক সত্তা| বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান মনস্তাত্ত্বিক বিষয়| বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: আনন্দের স্বরূপ অর্থে, ব্রহ্মার অপর নাম আনন্দ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ২
আ- নন্দি { নন্দ্ (আনন্দ পাওয়া) + ই (ণিচ) } অ (অচ্), , কর্তৃবাচ্য
পদ: বিশেষণ {
নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ:

১. যে আনন্দ দান করে বা যা থেকে আনন্দ লাভ হয়।
সমার্থক শব্দাবলি:
আনন্দজনক, আনন্দন,
প্রমোদ
বিপরীত শব্দ:
আনন্দা [স্ত্রীলিঙ্গার্থে]

২.
যে আনন্দ লাভ করে
সমার্থক শব্দাবলি: আনন্দবান, সুখী, হর্ষিত
বিপরীত শব্দ:
আনন্দা [স্ত্রীলিঙ্গার্থে] পদ: বিশেষ্য ১. ঊর্ধ্বক্রমবাচকতা { হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা| আধ্যাত্মিক সত্তা| বিশ্বাস
 প্রজ্ঞা | জ্ঞান মনস্তাত্ত্বিক বিষয়| বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে- আনন্দস্বরূপ এই অর্থে বিষ্ণু, শিব।

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| বৎসর| পর্যায় কাল| মৌলিক পরিমাপ| পরিমাপ| বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: বাহর্স্পত্য সংবৎ (ষাট বর্ষচক্র) এর ৪৮তম বর্ষের নাম আনন্দ। ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে- এই বৎসরে শষ্য ভালো হয়, কিন্তু শষ্যের দাম কমে না। এই বৎসরে ঘি এবং তেলের দাম সমান হয়ে যায়। ফলে প্রজাদের মনে আনন্দের সঞ্চার হয়। এই কারণে এই বৎসরকে আনন্দ নামে অভিহিত করা হয়েছে।

৩. ঊর্ধ্বক্রমবাচকতা{| এ্যালকোহলযুক্ত পানীয় | পানীয় | আহার্যবস্তু | বস্তু | দৈহিক সত্তা| সত্তা |}
অর্থ: যে পানীয় আনন্দস্বরূপ এই অর্থে মদের অপর নাম আনন্দ।
সমনাম: আনন্দ, মদ, মদ্য
[বিস্তারিত দেখুন: মদ ]

যৌগিক শব্দ:

সূত্র :