আনন্দজ
বানান বিশ্লেষণ: ++অ+ন্+দ্+অ+জ্+অ
উচ্চারণ:
a.non.o.ɟo (‌.নোন্.দো.জো)
শব্দ-উৎস:
সংস্কৃত आनन्द (আনন্দজ)>বাংল আনন্দজ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

অর্থ: আনন্দ থেকে যার জন্ম হয়।
সমার্থক শব্দাবলি: আনন্দজ, আনন্দজাত, হর্ষজন্য।
বিপরীত শব্দ: আনন্দজা [স্ত্রীলিঙ্গার্থে]
 


সূত্র :