প্রমোদ
বানান বিশ্লেষণ: প্+র্+অ+ম্+ও+দ্+অ।
উচ্চারণ:
pro.mo
(প্রো.মোদ্)
শব্দ-উৎস: সংস্কৃত प्रमोद ()>বাংল প্রমোদ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্র-
মুদ্  (হর্ষ)  +অ (ঘঞ্),,ভাববাচ্য
পদ:

১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| ইতিবাচক উদ্দীপক | উদ্দীপক | তথ্য | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ:
১. যে কোনো ইতিবাচক উদ্দীপনাময় অনুভুতি, যা মানুষের মনে বিশেষ সুখদায়ক দশার সৃষ্টি করে।
সমার্থক শব্দাবলি:আনন্দ, প্রমোদ, প্রীতি, সুখ, হর্ষ।
উদাহরণ: প্রমোদে ঢালিয়া দিনু মন [মায়ার খেলা-রবীন্দ্রনাথ ঠাকুর]
ইংরেজি:
joy, delight, pleasure

২. অতিশয় লালসাজনীত আনন্দলাভের দশা।
সমার্থক শব্দাবলি: বিলাস, প্রমোদ।

২. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:
খেলাচ্ছলে আনন্দকৌতুকে সময় অতিবাহিত করার দশা।
সমার্থক শব্দাবলি:
আনন্দজনক, আনন্দদায়ক, আনন্দন
উদাহরণ: প্রমোদকানন, প্রমোদভবন, প্রমোদাগার, প্রমোদমত্ত, প্রমোদোদ্যান।


সূত্র :