আনন্দবন
বানান বিশ্লেষণ: ++অ+ন্+দ্+অ+ব্+অ+ন্
উচ্চারণ:
a.non.o. (‌.নোন্.দো.কা.নোন্)
শব্দ-উৎস:
সংস্কৃত आनन्द (আনন্দ)>বাংল আনন্দ + সংস্কৃত वनम् (বনম্)>বাংল বন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা  {অঞ্চল | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: সাধারণ অর্থে যে কানন আনন্দ দান করে। হিন্দু পৌরাণিক কাহিনিতে আনন্দকানন শব্দটি কাশীধামকে আনন্দকানন বলা হয়। হিন্দু মতে, এখানে মৃত্যু হলে ব্রহ্মানন্দ লাভ হয়। এই অর্থে
কাশীর সকল গৃহই আনন্দস্বরূপ। তাই সেখানকার সকল গৃহই আনন্দময়। এই অর্থে কাশী নামে অভিহিত সমগ্র অঞ্চলকে আনন্দকানন বলা হয়। একই অর্থে কাশীকে আনন্দবন বলা হয় [সূত্র: কাশীক্ষেত্র, কাশখণ্ড, ২৬শ অধ্যায়]


রূপতাত্ত্বিক বিশ্লেষণ:


সূত্র :