বন
বানান বিশ্লেষণ:
ব্+অ+ন্+অ
উচ্চারণ:
bon
(বোন্)।
শব্দ-উৎস:
সংস্কৃত
वनम्
(বনম্)>বাংলা
বন
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√বন্
(সেবা করা) +অ
(ঘ),
কর্মবাচ্য
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { | স্থলভাগ | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: দেখা যায় এবং ছায়া প্রদান করে। যা স্থলভাগের সমতল, পর্বত, মালভূমি ইত্যাদিকে নানা ধরনের উদ্ভিদের সমারোহে দীপিত বা শোভিত করে, এই অর্থে কানন বৃক্ষশোভিত স্থলভাগ। সাধারণ অর্থে সুশোভিত বন।
সমার্থক শব্দাবলি: অরণ্য, কানন, বন।
ইংরেজি: a forest
২. ঊর্ধ্বক্রমবাচকতা { | জঙ্গল | গাছপালা | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: ঝোপঝাড় ব্যতীত যে কোনো ছোট মাপের ভূখণ্ডে প্রাকৃতিকভাবে সৃষ্ট বা পরিকল্পিত বৃক্ষশোভিত স্থলভাগ।
সমার্থক শব্দাবলি: উপবন, কানন, বাগান।ইংরেজি: a grove
যৌগিক শব্দ:
পরপদে আনন্দ: আনন্দবন,