কশ্য
বানান বিশ্লেষণ : ক্+অ+শ্+য্+অ
উচ্চারণ : koʃ.ʃo (কোশ্.শো)

কশ্য=কোশ্.শো। (শ-এর সাথে য-ফলা থাকায়, পূর্ব বর্ণ ক ওকারন্ত হয়। এবং শ দ্বিত্ব রূপ লাভ করে শ্.শো- পরিণত হয়। উভয় মিলে উচ্চারণটি দাঁড়ায় কোশ্.শো।

শব্দ-উৎস : সংস্কৃত कह्य  (কশ্য)>বাংলা কশ্য।

১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ : Öকশ্ (আঘাত করা, শাসন করা) + , কর্মবাচ্য
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| দেহাঞ্চল | দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : ঘোড়ার দেহের যে অংশে আঘাত করে ঘোড়াকে তাড়িত করা হয় বা শান করা হয়। এই অর্থে ঘোড়ার দেহের  কোমর, অশ্বের কটি।

২. রূপতাত্ত্বিক বিশ্লেষণ :
Öকশ্ (শব্দ করা) + , কর্মবাচ্য
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| এ্যালকোহলযুক্ত পানীয় | পানীয় | আহার্যবস্তু | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : মদ্যপানের সময় অনেকে মুখ দিয়ে বিচিত্র শব্দ করে থাকেন। এই শব্দ সৃষ্টিকারী পানীয়কে কশ্য বলা হয়। এই অর্থে মদের অপর নাম হলো কশ্য (ইথাইল এ্যালকোহল যুক্ত পানীয়)।   
মার্থক শব্দাবলি: কশ্য, মদ, মদ্য।
[বিস্তারিত দেখুন: মদ]

২. রূপতাত্ত্বিক বিশ্লেষণ : কশা (যার দ্বারা অশ্ব শাসন করা হয়) + য (ষ্যঞ্)
বিশেষণ
অর্থ : কশাঘাতের যোগ্য।
মার্থক শব্দাবলি : কশার্হ, কশ্য।


সূত্র :