আত্মশ্লাঘা
বানান বিশ্লেষণ: আ+ত্+ম্+অ-শ্+ল্+আ+ঘ্+আ
উচ্চারণ:
[আত্‌.তো..] [
at̪.t̪õ.sla.gʱa]
শব্দ-উৎস: সংস্কৃত
आत्म (আত্মন্)+ श्लाघा (শ্লাঘা)>বাংলা আত্মশ্লাঘা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ : বিশেষ্য
অর্থ:  নিজ গৌরব বা প্রশংসা কথন।
সমার্থক শব্দাবলি: আত্ম-অহংকার, আত্মগর্ব,
আত্মগৌরব, আত্মশ্লাঘা ।

 


সূত্র :